Bankura

Nov 29 2023, 16:32

প্রতারণার অভিযোগে ধৃত ১০

বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড তৈরি করে দেওয়ার নামে শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নথি ও বায়োমেট্রিক সংগ্রহ করে প্রতারণার অভিযোগে দশ জন গ্রেফতার। ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, দুই ২৪ পরগণা জেলার বাসিন্দা ওই ব্যক্তিরা ই-শ্রমের কার্ড তৈরী করে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছিল, বিষয়টি ছাতনা থানায় জানালে পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। পরে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৪২০/৪০৬/৪১৭/১২০ বি ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার ধৃত ১০ জনকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাদের ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ২ ডিসেম্বর অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে।

আসামী পক্ষের আইনজীবি রঞ্জিত কুমার বিশ্বাসের দাবি, তাঁর মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ, মূলতঃ শ্রমিক হিসেবেই তারা এখানে এসেছেন। তাদের ফাঁসানো হয়েছে বলেই তিনি দাবি করেন।

Bankura

Nov 28 2023, 14:23

বিজেপির ডাকা খাতড়া বনধে আংশিক সাড়া মিললো

বাঁকুড়াঃ দলের এক কর্মীর দোকানে ভাঙ্গচুর, তাঁকে ও তার কর্মচারীকে মারধোরের অভিযোগ তুলে বিজেপির ডাকা বনধে আংশিক সাড়া মিললো মহকুমা শহর খাতড়ায়। মঙ্গলবার সকালে শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক দোকান খুলতে থাকে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় খাতড়া গুরুসদয় মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি কর্মী তথা ব্যবসায়ী স্বরুপ মণ্ডল। দোকান কর্মচারীর ফোন পেয়ে গুরুসদয় মঞ্চের অনুষ্ঠান ছেড়ে স্বরুপ মণ্ডল বাইরে বেরিয়ে এলে তাকে ও দোকান কর্মচারী মহিতোষ ঘোষকে তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা মারধোর করে বলে অভিযোগ। এমনকি তার দোকানেও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। বিষয়টি থানায় লিখিতভাবে জানানোর পাশাপাশি বিজেপির তরফে মঙ্গলবার খাতড়া শহরে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়।

এদিন সকাল থেকে শহরের সিনেমা রোডের অধিকাংশ দোকান বন্ধ। ব্যবসায়ী গোবিন্দ করমোদক বলেন, সকালের দিকে দোকান বন্ধ রেখেছিলাম, পরে তৃণমূলের লোকজনের আশ্বাসে দোকান খুলেছি।

খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মহাপাত্রের দাবি অভিযুক্তরা তাঁর দলের কর্মী বলে জানা নেই। আইন আইনের পথেই চলবে বলে তিনি জানান।

Bankura

Nov 26 2023, 16:50

লোকসভা ভোটে বাঁকুড়ায় তৃণমূলই জিতবে: সায়ন্তিকা

বাঁকুড়াঃ 'প্রার্থী যেই হোকনা কেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলই জিতবে', ভবিষ্যদ্বানী দলের রাজ্য সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে এক একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর উন্নয়ন এটাই যথেষ্ট, এর বাইরে কিছুই নয়।

বিগত লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুই কেন্দ্রই শাসক দলের হাতছাড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সায়ন্তিকা বলেন, 'পাস্ট ইজ ডেড, যা ঘটে গেছে তা নিয়ে চর্চা করতে আমি পছন্দ করিনা। আগামীতে কি ঘটবে তা আমরা সকলেই বুঝতে পারছি। ২০২১ তে আমি বাঁকুড়াতে এসেছি, ২০২৩ এর শেষে এসে বুঝতে পারছি এখন আমাদের দল অনেক বেশী সংযত, অনেক বেশী শক্তিশালী, অনেক বেশী ঐক্যবদ্ধ। আর তাই এবার তাঁরা 'অন্য লেভেলের ফাইট দেবেন' বলে দাবি করেন।

প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেলপথ নিয়ে সিপিআইএমের আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওনারা আওয়াজ তুলতেই ব্যস্ত। ৩৪ বছরে রাজ্য অনেকখানি পিছিয়ে গেছে। তার খেসারত এখনো বয়ে বেড়াতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

Bankura

Nov 25 2023, 18:53

রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারির

বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'দু'কান কাটা' বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোতুলপুর নেতাজী মোড়ে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'উনি আমার কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হারার পরেও উনি মুখ্যমন্ত্রী হয়েছেন'!

এদিন শুভেন্দু অধিকারীর আক্রমণের কেন্দ্র বিন্দুতে ছিলেন পুলিশ আধিকারিকরা। বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারীর নাম করে তিনি বলেন, আমার সভা আটকানোর জন্য 'কয়লা ভাইপো তার পাপোশ এসপি বৈভব তিওয়ারীকে মাঠে নামিয়েছিলেন। দু'বার আটকানোর পর তৃতীয়বার কলকাতা হাইকোর্ট ওঁর কানটা মুলে দিয়েছে। এখন সে 'নির্লজ্জের মতো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে'। এমনকি এদিন তিনি উপস্থিত কর্মীদের নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। বালি চুরির খবর দিলেই তিনি সেখানে পৌঁছে যাবেন বলে দাবি করেন।

এদিন শুভেন্দু অধিকারী ফের আরো একবার বলেন, 'শিক্ষা আগেই জেলে গেছে, খাদ্যও জেলে, এবার স্বাস্থ্য জেলে যাওয়ার সময়ের অপেক্ষা। এমনকি স্কুল পড়ুয়াদের মিড ডে মিলেও এরাজ্যে ব্যাপক দূর্ণীতি হয়েছে বলে তিনি দাবি করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। ওনারা কিছু করবেননা। এবার তাই তিনি আদালতের স্মরণাপন্ন হবেন বলে জানান। একই সঙ্গে এসএসএসকে এমে সাধারণ মানুষের চিকিৎসা হয়না, চোর ডাকাতদের রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খোঁয়াড় বানিয়েছেন বলে তিনি দাবি করেন।

Bankura

Nov 25 2023, 14:33

রাজ্যে মিড ডে মিলে প্রচুর অনিয়ম: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

বাঁকুড়াঃ মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্ত বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থণ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, 'মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গেছে, কেন্দ্রীয় পরিদর্শক দল অনেকবার এসেছে, বিভিন্ন ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে। এই অবস্থায় এরাজ্যে মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্তে যেতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবিষয়ে শিক্ষা মন্ত্রক চিঠিও লিখেছে বলে তিনি জানান।

একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকার যে ধরণের পদক্ষেপই নিকনা কেন কোন বাধা হবেনা। শিশু খাদ্যে নয়ছয় হয়েছে, আর সেকারণেই সিবিআই তদন্ত দরকার বলে তিনি জানান।

Bankura

Nov 25 2023, 12:13

প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো জয়পুরে

বাঁকুড়াঃ সাত সকালে এক প্রস্তুতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জয়পুরে। মৃতার নাম তাপসী মণ্ডল (৩৪)। হুগলির কামারপুকুরের বাসিন্দা ওই মহিলাকে বাঁকুড়ার জয়পুরের ডাণ্ডে গ্রামের বাপের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তা কাটা থাকায় ঘুরপথে আসতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

মৃতার পরিবার সূত্রে খবর, এদিন সকালে তাপসী মণ্ডল নামে ওই প্রসূতিকে জয়পুর হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তা কাটা থাকায় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো যায়নি। ঘুরপথে হাসপাতালে পৌঁছানোর আগেই 'অক্সিজেনের অভাবে' তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার উপর তোরণ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঠিক সেই কারণেই ওই রাস্তা কাটা হয়েছে। আর ওই কারণে হাসপাতালে পৌঁছাতে অ্যাম্বুল্যান্স গুলিকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে।

মৃতার জামাই বাবু বলেন, জয়পুর মোড় মাথাতে রাস্তা কাটা থাকায় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো যায়নি, অক্সিজেন প্রয়োজন ছিল। আর তার ফলেই এই দূর্ঘটনা। এই মৃত্যুর দায় কে নেবে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Bankura

Nov 24 2023, 14:44

দুই চোরকে হাতে নাতে ধরে ফেললো পুলিশ

বাঁকুড়াঃ গৃহস্থের বাড়িতে চুরি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লো দ'জন। বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুর শহরের ঘটনা।

শুক্রবার পুলিশ সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে, শীতের রাতে শহরে চুরির ঘটনা আটকাতে বিভিন্ন জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকে। ওই দিন রাতে বিষ্ণুপুরের একটি তালা বন্ধ বাড়িতে তিন দূস্কৃতি ঢোকার চেষ্টা করলে সাদা পোশাকে কর্তব্তরত পুলিশ কর্মীদের নজরে পড়ে। ঘটনাস্থল থেকে দু'জনকে পুলিশ ধরে ফেলতে পারলেও একজন পালিয়ে যায়।

ধৃতদের নাম তাজ মহম্মদ খান ওরফে বাঁকা ও মহম্মদ খান ওরফে রিন্টু। দু'জনেরই বাড়ি বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায়। ধৃতদের কাছ থেকে তালা ভাঙ্গা ও জানালার রড কাটার যন্ত্র সহ বেশ কিছু চোলাই দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া দূস্কৃতির খোঁজে তল্লালীর পাশাপাশি ধৃত দু'জনকে আদালতে তোলা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Bankura

Nov 24 2023, 12:08

'বঞ্চিত'দের নিয়ে কলকাতায় যাবে বিজেপি

বাঁকুড়াঃ আগামী ২৯ নভেম্বর সরকারী প্রকল্প থেকে 'বঞ্চিত'দের নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে যাবে বিজেপি। শুক্রবার এই খবর জানান বাঁকুড়ার বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

ডাঃ সরকার বাঁকুড়ায় এদিন সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, আগামী ২৯ নভেম্বর কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সভা হবে। ওই সভায় তৃণমূলের নেতারা দাদাগিরির সৌজন্যে সরকারী প্রকল্প থেকে বঞ্চিতদের নিয়ে যাওয়া হবে। এরজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওই ট্রেনটি পুরুলিয়া থেকে ছাড়বে। বাঁকুড়া থেকেও আরো একটি বিশেষ ট্রেন দেওয়ার আবেদন রেল দপ্তরের কাছে জানানো হয়েছে।

একই সঙ্গে এদিন তিনি জানান, বঞ্চিত মানুষরা তাদের অভিযোগ যাতে জানাতে পারেন তার জন্য 'ড্রপ বক্সে'র ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ১২০ টি অঞ্চলে এই ধরণের ড্রপ বক্স থাকবে। ওই ড্রপ বক্সে জমা হওয়া সমস্ত অভিযোগ কলকাতায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

এদিন বাঁকুড়ায় বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার অভিযোগ জমা করার ড্রপ বক্সের উদ্বোধন করেন। ডাঃ সুভাষ সরকার ছাড়াও এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপদতারণ সেন।

Bankura

Nov 23 2023, 13:52

বিস্ফোরক মন্ত্রী শান্তিরাম মাহাতো

বাঁকুড়াঃ দেশ নতুন করে পরাধীনতার দিকে এগোচ্ছে, শিক্ষা, স্বাস্থ্যের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে' বিস্ফোরক দাবি তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। সারেঙ্গার গোবিন্দপুর মাঠে এক ফুটবল প্রতিযোগীতার ফাইন্যালে উপস্থিত ছিলেন।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, 'বনিকরাজ, কোম্পানী রাজ, কর্পোরেট রাজ কায়েম হচ্ছে আমাদের দেশে। পার্লামেন্টে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের মানোন্নয়নের জন্য আইন তৈরী না করে কোম্পানী গুলির হাত শক্ত করার আইন তৈরী হচ্ছে'। শ্রীকান্ত মাহাতো এদিন আরো বলেন, রেল, বীমা, কয়লা, জমি জমা দেশী বিদেশী কোম্পানীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে বলেও তিনি দাবি করেন।

মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের বাঁকুড়া জেলা সহ সভাপতি দেবাশীষ দত্ত ওনার চোখে চালসে পড়েছে, আগে নিজের রাজ্যের দিকে নজর দিন। শিক্ষা থেকে খাদ্য দপ্তরের মন্ত্রীরা এখন দূর্ণীতির দায়ে জেলে। ভারত বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত, যে যাই বলুক কিছুই যায় আসেনা বলে তিনি দাবি করেন।

Bankura

Nov 22 2023, 16:46

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ' পালন বাঁকুড়ায়

বাঁকুড়াঃ শিশুর অধিকার রক্ষায় পুলিশ সবসময় সচেষ্ট, বললেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী। বুধবার প্রশাসনিক উদ্যোগে জেলাশাসকের দপ্তরের সামনে 'আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ' অনুষ্ঠান মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। জেলা পুলিশ সুপার এদিন আরো বলেন, শিশু শ্রমিক থেকে বাল্য বিবাহ রোধ সব বিষয়েই পুলিশের তরফে নিরবিচ্ছিন্ন কাজ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় বলেন, শিশুদের শৈশব ক্রমশ হারিয়ে যাচ্ছে। একটা বয়সের পর তাদের কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শিশু স্বার্থে এটা না করাই ভালো। পড়াশুনা থাকবেই, তবে তা নির্দিষ্ট সময়ে বলে তিনি জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, পৌর প্রধান অলকা সেন মজুমদার প্রমুখ।